দোকান ভাড়া চুক্তিপত্র লেখার নিয়ম ফরম্যাট সহ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
দোকান ভাড়ার চুক্তিপত্র পাতা:১
তারিখঃ ২৩.০৫.২০২২ ইং
প্রথম পক্ষ |
দ্বিতীয় পক্ষ |
নাম : জাকিরুল ইসলাম পিতা : বছির উদ্দিন গ্রাম : পশ্চিম শহীদ নগর পোস্ট অফিস : আমিন জুট মিল থানা : বায়েজীদ বোস্তামী জেলা : চট্টগ্রাম । |
নাম : আমির উদ্দিন পিতা : নাছির উদ্দিন গ্রাম : দক্ষিন শহীদ নগর পোস্ট অফিস : ওয়াজেদিয়া থানা : বায়েজীদ জেলা : চট্টগ্রাম । |
পাতা:২
আমি মো: আমির উদ্দিন ২য় পক্ষ পশ্চিম শহীদ নগর বাজার সংলগ্ন নিজেস্ব ১ম পক্ষের নির্মিত আধাঁপাকা দোকান ঘর যাহার দৈর্ঘ্য ১০ হাত প্রস্থ ৬ হাত । উক্ত দোকান ঘরটি মাসিক ভাড়ার চুক্তিতে ব্যবসা করার ভিত্তিতে ১ম পক্ষের নিকট প্রস্তাব করিলে এতে ১ম পক্ষ সম্মতি জানায়
উভয় পক্ষ নিম্নে বর্ণিত চুক্তিপত্রের শর্ত্ স্বাপেক্ষে মানিয়া লওয়ার প্রেক্ষিতে অত্র চুক্তিপত্র নামা সম্পাদিত হইল ।
দোকান ভাড়ার চুক্তি শর্তসমূহ:
১ । দ্বিতীয় পক্ষ ১ম পক্ষকে অগ্রীম জামানত বাবদ ৫০,০০০ হাজার টাকা প্রদান করিবে । তবে উক্ত জামানত হতে দোকান ভাড়া বাবদ ২৩/০৫/২০২২ হইতে কতন শুরু হইয়া ২৩/০৫/২০২৪ এ (জামানত টাকা) শেষ হইবে ।
২। দোকান ঘরটির বিদু্ৎ বিল হতে শুরু করে আনুসাঙ্কিক যাবতীয় খরচাদী ২য় পক্ষ নিজ দায়িত্বে বহন করিবে ।
৩ । মেয়াদকালের মধ্যে দোকান ঘরের মাসিক ভাড়া অপরিবর্তিত থাকবে । এবং মেয়াদ কালের শেষে অগ্রিম জামানতসহ
মাসিক ভাড়ার সকল দায় দায়িত্ব ১ম পক্ষের উপর থাকিবে । তবে ২য় পক্ষ পুনরায় ব্যবসায় করিবার আগ্রহী হলে তিনিই সবপ্রথম অগ্রাধিকার পাবেন ।
৪ । বিশেষ কোন কারণে ২য় পক্ষ ব্যবসা করার আগ্রহী না হন । তাহলে তা ১ম পক্ষকে কমপক্ষে ২য় মাস আগে জানাতে হবে ।
৫ । দোকান ঘরের মেয়াদ কালের মধ্যে ১ম পক্ষ কোন ভাবেই ২য় পক্ষকে দোকান ছাড়ার তাগিদ দিতে পারিবে না ।
পাতা নং-০৩
এই করারে, স্বেচ্ছায়, সুস্থমস্তিস্কে কাহারো বিনা প্ররোচনায় অত্র রসিদ পাঠ করিয়া শুনাইলে ইহার মম সম্যক অবগত হইয়া নিম্ন স্বাক্ষীগণের সম্মুখে নিজ নাম স্বাক্ষর পূবক অত্র রসিদ পত্র আপনি গ্রহীতা বরাবরে সম্পাদন করিয়া দিলাম। ইতি সন -------------ইং ।
১ম পক্ষের স্বাক্ষর |
২য় পক্ষের স্বাক্ষর |
|
|
স্বাক্ষীগনের স্বাক্ষর
১। নাম:
পিতা:
গ্রাম:
২ । নাম:
পিতা:
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home