আমি আর ফাইয়াজ part2
পঁচা পুকুর
তখন ক্রিকেট প্রাকটিস করতাম ওয়াইজদিয়াতে তো আমরা যে খানে প্রাকটিস করতাম তার পাশেই একটা পুকুর ছিল যেটাতে সব সময় জোঁকে ভরপুর থাকতো। তো আমরা রেগুলার প্রাকটিস করতাম মাঠেই এবং প্রাকটিস শেষ করে আসার সময় সবাই ঐই পুকুর থেকে হাত মুখ ধোয়ে যার যার বাসায় চলে যেত।
একদিন অনেক বৃষ্টি ছিল তো সেদিনই আমরা সবাই প্রাকটিসে গেছিলাম কিন্তু প্রাকটিস হলো না।
যার ফলে সবাই মিলে প্লান করলাম যে আমরা ফুটবল খেলব।

আমি ৩০ মিনিটের মতো ঐই পুকুরটাতে ছিলাম তার পর থেকে আর নামিনি । আর মিঃ ফাইয়াজ তার পর থেকে প্রতিদিন ঐই পুকুরে গোসল করতে লাগলো । তার পর আমার সারা গায়ে বিচি উঠে গেলো কিন্তু ফাইয়াজের কিছুই হলো না। তার পর থেকে পুকুরটার নাম দিলাম পঁচা পুকুর।
Labels: story
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home